
শনিবার দুপুর দুটো নাগাদ হাওড়া গোলাবাড়ি থানা এলাকায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড | দাউ দাউ করে আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা |
ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 4 টি ইঞ্জিন | ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে | তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান | আগুন লাগার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ | তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি |
এই কারখানায় মূলত প্লাস্টিকের চেয়ার তৈরি হতো | তবে সেই সময় বিদ্যুতের কাজ চলছিল বলে জানা গিয়েছে | সেখান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়