প্রয়াত হলেন বিরাট কোহলির ‘সুপার ফ্যান’ চারুলতা প্যাটেল। গতবছর ২ জুলাই বিশ্বকাপে ইংল্যান্ডে
ভারত-বাংলাদেশ ম্যাচে প্রথমবার দেখা গিয়েছেল ৮৭ বছর বয়সি চারুলতাকে। এজবাস্টনে ম্যাচ চলাকালীন বারবারই
তাঁকে দেখা গিয়েছিল টিভির পর্দায়। কখনও দম নিয়ে ভেঁপু বাজাচ্ছেন, তো কখনও রোহিত শর্মার সেঞ্চুরির পর হাত
নেড়ে তাঁকে সংবর্ধনা জানাচ্ছেন। গোটা ম্যাচে যেভাবে তিনি টিম ইন্ডিয়াকে চিয়ার করেছিলেন তা হয়তো অনেক তরুণীও
পারেন না। ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার প্রতি আনুগত্যের পুরস্কারও পেয়েছেন এই ‘ক্রিকেট দাদি’। উপহার হিসেবে বিরাট
কোহলির কাছ থেকে পেয়েছেন পরের ম্যাচের টিকিট। আর রোহিত শর্মার কাছে থেকে পান সই করা টুপি। মাথায় হাত
রেখে টিম ইন্ডিয়ার দুই মহারথীকে আশীর্বাদ করেছিলেন চারুলতা। ভারত যখন বিশ্বকাপ থেকে ছিটকে গেল তখন তাঁরও
চোখের জল বাদ মানেনি। কিন্তু সোমবার বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে ‘সুপার ফ্যান’ ৮৮ বছর বয়সি চারুলতা
প্যাটেলের। আর তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট মহল। বিসিসিআইয়ের সরকারি টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা
হয়,”টিম ইন্ডিয়ার সুপার ফ্যান চারুলতা প্যাটেল সবসময় আমাদের হৃদয়ে অবস্থান করবেন। এই খেলার প্রতি তাঁর
ভালবাসা আমাদের চিরদিন অনুপ্রাণিত করবে। ওঁর আত্মার শান্তি কামনা করি ।”