প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু। শনিবার সকাল ১০.৩০ টা নাগাদ বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। বছর চারেক আগে প্রথমবার হার্টঅ্যাটাকের পর দ্বিতিয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়ান হল প্রাক্তন তৃণমূল সাংসদের।
১৯৩০ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বিবাহসূত্রে আবদ্ধ হন স্বয়ং নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের সঙ্গে। কৃষ্ণা বসুর স্বামী নেতাজি সুভাষ চন্দ্র বসুর বড়ভাই শরৎচন্দ্র বসু ও তাঁর পুত্র নেতাজির স্নেহধন্য ভাইপো শিশির বসু। কলকাতা বিশ্বাবিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাশ করার পর সিটি কলেজে দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেন। সিটি কলেজে ইংরেজি বিভাগের প্রধান থাকার পর ৮ বছর কলেজের অধ্যক্ষ পদও সামলান।
একাদশ লোকসভা নির্বাচনে রাজনিতিতে পদার্পণ কৃষ্ণা বসুর। যাদবপুর কেন্দ্র থেকে ৩ বার তৃণমূলের সাংসদ নির্বাচিত হন। একাধারে শিক্ষাবিদ ও রাজনীতিক কৃষ্ণাদেবী কবি হিসেবেও যথেষ্ট প্রিয় ছিলেন ভক্তদের মধ্যে। কৃষ্ণা বসুর প্রয়াণের সঙ্গে সঙ্গে সমাপ্ত হল বসু পরিবারের এক অধ্যায়ের।