প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করলেন হৃত্বিক রোশন | ইউরোপে ছুটি কাটাতে গিয়েই হাতে হাত রেখে তাঁরা এই ছবি তুলেছিল বলে মনে করা হচ্ছে।
সেখানে অভিনেতাকে দেখা যাচ্ছে ক্যাজুয়াল পোশাকেই | জগার প্যান্ট এবং স্নিকার জুতো তাঁদের এই ক্যাসুয়াল লুককে পূর্ণতা দিয়েছে। মাথায় রয়েছে টুপি |
পোস্টে তারকা লিখেছেন, ‘আমরা প্রত্যেকেই এমন একজন মানুষ খুঁজি যার মধ্যে আমরা আমাদের বাড়ি খুজে পাবো, যার সঙ্গে সময় কাটালে সব কিছুই রোমাঞ্চকর লাগবে। আমি তোমার মধ্যে সেই সবই পেয়েছি। তুমি, তুমি হওয়ার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন ভালোবাসা’।

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী