প্রেমের সম্পর্ক মেনে নেয়নি বাড়িতে সেই অবসাদে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন সিলেটের বিশ্বনাথ থানার পুলিশ কনস্টেবল তপু দেবনাথ। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৭টায় বিশ্বনাথ পুলিশ স্টেশনের ব্যারাকে। সূত্রের খবর, সোমবার সন্ধ্যা ৭টায় থানা ব্যারাকের ছাদে ওঠে বুকে গুলি চালান ওই কনস্টেবল। আচমকা গুলির শব্দ শুনে অন্য পুলিশকর্মীরা সেই শব্দ খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তপু। সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট উপজেলা হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধিন মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার খাশিনগরের বাসিন্দা তপু দেবনাথ। জানা গেছে, একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই ওই কনস্টেবল প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। কিন্তু তপুর পরিবারের সদস্যরা কিছুতেই ওই মেয়েটিকে মেনে নিচ্ছিলেন না। আর তার জেরেই বিরহের সেই নিরন্তর জ্বালা থেকে মুক্তি পেতে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তপু।