December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রাতঃভ্রমণ কারী কে ভয় দেখিয়ে হার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার এক নাবালক সহ 2

ময়দানের পর এবার সল্টলেকের এবি ব্লকে প্রাতঃভ্রমণ কারী কে ভয় দেখিয়ে হার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার এক নাবালক সহ 2|

পুলিশ সূত্র মারফত খবর, গতকাল ভোরবেলা প্রাতঃভ্রমণ করার সময় এক প্রাতঃভ্রমণ কারীর সোনার হার ছিনতাই করে চম্পট দেয় স্কুটিতে করে আসা 2 দুষ্কৃতী। রাস্তার থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ছবি। বিধান নগর উত্তর থানার পুলিশ সেই ছবি দেখে দুষ্কৃতী দের চিহ্নিত করে গতকাল রাতে কলকাতা গিরিশ পার্ক থেকে দিবেশ ঝা(15) নাবালক ও সৌরভ রায় কে গ্রেফতার করে। সকাল থেকেই বিধান নগর উত্তর থানায় কোনো রকম অভিযোগ জমা না পড়ায় রাতে ওই প্রাতঃভ্রমণ কারী কে চিহ্নিত করে পুলিশ তার বাড়িতে গিয়ে তার কাছ থেকে অভিযোগ নেয়.. প্রথমে অভিযোগ দিতে অস্বীকার করলে পরবর্তী সময়ে অভিযোগ দেয় বলে পুলিশ সূত্র মারফত খবর। ওই অভিযোগের ভিত্তিতে নাবালক ছেলেটি কে বিধান নগর জুভেনাইল আদালতে পেশ করা হয় ও অন্যজনকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে কলকাতা সংলগ্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে এই ধৃত দুইজন জড়িত… বৃত দুজনকে আদালতে তোলে কলকাতা পুলিশ এর মানিকতলা থানা এবং বিধান নগর পুলিশের দক্ষিণ বিধান নগর থানা নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর