প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী | তিনি বললেন, “এটাই যেন লালকেল্লায় মোদির শেষ ভাষণ হয়” | সাথে তিনি আরো জানান, “মনে রাখবেন আজকে আমরা পরাধীন | পরের স্বাধীনতা দিবসে যেন টিম ইন্ডিয়া লালকেল্লা জাতীয় পতাকা উত্তোলন করতে পারে” ।
প্রসঙ্গত, বছর ঘুরলে লোকসভা নির্বাচন | আর সেই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোট বেড়েছে বিরোধীরা | জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স অর্থাৎ I. N. D. I. A। তবে এই ইন্ডিয়া নামের বিষয়ে বহুবার মুখ্যমন্ত্রীকে বেধেছেন প্রধানমন্ত্রী | তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইন্ডিয়া’ নাম ব্যবহার করলেই কিছু হয় না | ‘ইস্ট ইন্ডিয়া’ কোম্পানির সঙ্গেও ‘ইন্ডিয়া’ নাম ছিল | তাই এই নাম ব্যবহার করা যেতে পারে |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী