
কিছুদিন আগেই সামনে এসেছিল একটি ভিডিও | সেখানে দেখা যাচ্ছে ঘর বন্ধ | সেখানে হঠাৎই “ঋতু ঋতু” করে চিৎকার জুড়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | ঋতুপর্ণা বললেন “আরে কি হল এত চেঁচামেচি করছ কেন”, আর প্রসেনজিৎ উত্তর দিলেন “এবার বিয়ের ডেটটা কি ঠিক করা উচিত নয়”, এরপর আরো কিছু কথোপকথন | এখান থেকেই জোরালো হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের বিয়ের গল্প |
বোন পল্লবী চট্টোপাধ্যায় ঘটকালিতে অবশেষে ঋতুপর্ণাকে বিয়ে করছেন প্রসেনজিৎ | কিছুদিন আগেই তাদের বিয়ের নেমন্তন্ন পত্র প্রকাশে আসে | কিন্তু তাতে দিন উল্লেখ ছিল না | তবে এবার বিয়ের দিন ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় | এই নিয়ে নেট দুনিয়ায় চলছে জোর জল্পনা |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’