November 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রশাসন কে ফাকি দিয়ে অবৈধ্য ভাবে জলাশয় ভরাটের কাজ চলছে ইটাহারে

ইটাহার: প্রশাসন কে ফাকি দিয়ে অবৈধ্য ভাবে জলাশয় ভরাটের কাজ চলছে ইটাহারে, ফলে আগামী দিনে গ্রামের কয়েকশো পরিবার দুরভোগের মুখে পড়বে সেই আশায় আতঙ্কে গ্রামের সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে প্রশাসনের দিকে। এমনি অভিযোগ ইটাহার থানার মারনাই অঞ্জলের সদর মারনাই গ্রামে, এক দিকে মারনাই স্বাস্হ কেন্দ্র, অন্য দিকে মারনাই সরত চন্দ্র উচ্চ বিদ্যালয়,ডিল ছোয়া দুরত্বে মারনাই গ্রাম পঞ্চায়েত দপ্তর জনবসতি বাজার এলাকায় এলাকার দুই অসাধু ব্যবসায়ী প্রশাসন কে ফাকি দিয়ে প্রায় ১৭শতক জলাশয় ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেছে এমনি অভিযোগ মারনাই গ্রামের বাসিন্দা অক্ষয় পালের তিনি আরো বলেন কি করে সরকারী নিদে’শ অমান’ করে দীর্ঘ দিনের জলাশয় যা ঢোবা বলে উল্লেখ করা আছে তা কি করে এলাকার দুই ব্যাক্তি মাটি দিয়ে ভরাট করছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আইনে আছে কোন রকম জলাশয় ভরাট করা যাবে না অথচ মারনাই গ্রামে তা হচ্ছে, জলাশয় টি ভরাট হলে এলাকার সাধারণ মানুষ আগামী দিনে সমশ্যায় পরবে কেননা বর্ষা কালে এই জলাশয় দিয়ে মারনাই সদর এলাকার জল অন্যত্র চলে যায়, তাই আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনের নজরে এনে এই অবৈধ্য জলাশয় ভরাটের কাজ বন্ধ করুক। যদিও ব্লক প্রশাসনের তরফে বক্তব্য না দিলেও জানান বিষয়টি নজরে থাকলেও ভুমি দপ্তরের আধিকারিক কে ঘটনা স্হলে গিয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া কথা জানানো হয়েছে।