নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর: সমুদ্র সৈকত দীঘা থেকে ৭৫ জন পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদে বাড়ি ফিরলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে। কর্মসূত্রে ওল্ড দীঘায় ও নিউ দীঘায় রাজ মিস্ত্রী ও হোটেল কর্মীর কাজ করতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো শ্রমিক দীঘায় এসেছিলো। কাজ চলতে চলতে করোনা ভাইরাসের জন্য লকডাউন শুরু হয়ে যায়। ফলে আটকে পড়ে তারা। এক দিকে কাজ বন্ধ। আরেক দিকে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে এই পরিযায়ী শ্রমিকদের।
অন্য দিকে, যেমন চিন্তিত রয়েছে এই পরিযায়ী শ্রমিকরা, অপর দিকে চিন্তিত রয়েছে তাদের পরিবার-পরিজন। এই পরিস্থিতিতে দীঘা এখন লকডাউনের জন্য নিস্তব্ধ। তাই বাড়ি ফিরতে হচ্ছে শ্রমিকদের। জেলা প্রশাসন ও দীঘা থানার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পেরে খুশি তারা।