December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রশাসনিক কাজকর্ম বিস্তারিত রিপোর্ট নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী

নতুন বছরের শুরুতেই প্রশাসনিক কাজ কর্মের রিপোর্ট নিয়ে আজ জেলাশাসক, পুলিশদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী | প্রশাসনের নানা স্তরের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি | নেতাজি ইন্ডোরে সেই বৈঠকে গোড়া থেকে আক্রমনাত্মক মেজাজেই দেখা গেল তাকে | আধিকারিকদের উদ্দেশ্যে রাগত স্বরে তিনি বলেন “উপরতলার অফিসাররা সব নিচুতলার কর্মীদের দিকে ঠেলে দেন | এই প্রবণতা একেবারে ভালো নয় | কাজের প্রতি অবহেলার মনোভাব এটা | সরকারি কাজে এ ধরনের মনোভাব একেবারেই বরদাশ্ত নয় | কাজটা করতে হবে | শুধু টাকা দিলাম আর মেলা করলাম তাহলে চলবে না” | এই বক্তব্য থেকে জানা যাচ্ছে কোন কোন দপ্তরের আধিকারিকদের সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণেই, এমন মন্তব্য করেছেন তিনি |