প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেসকার | মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর | আজ সকাল আটটায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি | শনিবার ভেন্টিলেশনে দেওয়ার পর থেকেই উৎকণ্ঠ বাড়ি তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে | 1929 সালের 28 শে সেপ্টেম্বর মারাঠি পরিবারে জন্ম হয় লতা মঙ্গেসকারের | মাত্র 13 বছর বয়সে তিনি বাবাকে হারান তিনি | 14 বছর বয়সে প্রথমবার সিনেমায় গান করেন কিংবদন্তি সংগীতশিল্পী | এরপর মুম্বাইয়ে যাওয়ার পর 1948 সালে প্রথম হিন্দি ছবিতে গান করেন তিনি |

More Stories
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব
ইতালীয় ফ্যাশন ব্র্যান্ডের সাথে রিলায়েন্সের নয়া চুক্তি