
শুক্রবার সকালে প্রয়াত পরমাণু বৈজ্ঞানিক বিকাশ সিংহ | শুক্রবার সকাল ৯ টা নাগাদ পদার্থ বিজ্ঞানীর জীবন আবাসন হয় হাজরার এক নার্সিংহোমে | মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর | ওই হাসপাতালে গত ১৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি | বার্ধক্য জনিত কারণেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে | আজ বিকেল পাঁচটা নাগাদ শেষকৃত্য |
প্রসঙ্গত, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর অধিকর্তার পদে ছিলেন প্রফেসর বিকাশ সিংহ | ১৯৪৫ সালে মুর্শিদাবাদে কান্দিতে জন্মগ্রহণ করেন তিনি | এরপর প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতকোত্তরে পড়াশোনা করেন পরে উচ্চতর পঠন পাঠানোর জন্য ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ভর্তি হন তিনি | ভাবা অ্যাটমিক সেন্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়