December 25, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী

প্রয়াত অভিনেত্রী সোনালি চক্রবর্তী | সোমবার ভোর চারটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চক্রবর্তী | স্ত্রীর মৃত্যুতে শংকর চক্রবর্তী লেখেন” ভরা থাক স্মৃতি সুধায়” |

জানা গিয়েছে লিভারের প্রবলেম এর কারনে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনালী চক্রবর্তীকে | এরপরই এদিন ভোরে প্রথমে হার্ট ফেলিয়ার হয় | তারপর মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে যায় | এরপরই না ফেরার দেশে চলে গেলেন তিনি | হাসপাতাল থেকে স্ত্রীর দেহ নিয়ে বাড়ি ফিরলেন শংকর চক্রবর্তী | সঙ্গে ছিলেন তার মেয়ে | আজ কেওড়াতলা মহাশ্মশানে সোনালী চক্রবর্তীর শেষকৃত্য সম্পন্ন হবে |