প্রবাসী ব্যবসায়ী গৌতম এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর | জানা গিয়েছে, গৌতমের গলায় মালা পড়াবেন কনিকা | অর্থাৎ খুব শীঘ্রই বিয়ের জন্য লন্ডন যাচ্ছেন বলিউড গায়িকা | এর আগে অবশ্য ব্যবসায়ী রাজ চন্দ্রকের সঙ্গে প্রথম বিয়ে করেন কনিকা কাপুর | তাদের 3 সন্তান রয়েছে | কিন্তু 2012 সালে সেই সম্পর্কে ভাঙন ধরে এবং বিবাহ বিচ্ছেদ হয় | তারপরই গুঞ্জন শোনা যায়, বেশ কয়েকবছর ধরেই গৌতমের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ তিনি | এবার প্রেমিকের সঙ্গে বিয়ে করতে চলেছেন বলিউডের জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়