ফিল্ম ইন্ডাস্ট্রিতে আঠেরো বছর পার করে ফেলেছেন দেব। ইন্ডাস্ট্রির ‘এলিট’দের মধ্যেও কম চর্চা ছিল না দেবকে নিয়ে। তবে মাত্র দেড় দশকেই টলিউডের সবথেকে বাণিজ্যিক সফল অভিনেতার তকমা গিয়েছে তাঁর কাছে। অন্যদিকে তিনি দু’বারের তৃণমূল সাংসদ। একদিকে সিনেমা, আরেকদিকে রাজনীতি। লোকসভা ভোটের আসরে ‘টক অফ দ্য টাউন’ দেব |
অভিনেতা হিসেবে যেমন কোনও চ্যালেঞ্জ নিতে পিছপা হন না, তেমনই রাজনীতির ময়দানেও তাঁর উজ্জ্বল উপস্থিতি। বর্তমানে লোকসভা নির্বাচনের জন্য দিনভার ঘাটালে প্রচার চালাচ্ছেন। তার ফাঁকেই শনিবার ‘প্রধান’ সিনেমার সেঞ্চুরি সেলিব্রশনে হাজির টলিউড সুপারস্টার। অন্যদিকে তিনি দু’বারের তৃণমূল সাংসদ। এবারেও ঘাটালে ভোটবাক্স ভারী করতে ঘাসফুল শিবিরের তুরুপের তাস তিনি। তাই বেশিরভাগ সময়টা সেখানেই কাটাচ্ছেন। প্রচারের ফাঁকে কখনও দলীয় কর্মীদের সঙ্গে ক্রিকেট খেলছেন, কখনও বা চলছে তাঁর ‘চায়ে পে চর্চা’, আবার মাটিতে বসে সকলের সঙ্গে পাত পেড়ে মধ্যাহ্নভোজও সারছেন।

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়