September 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

প্রধান সচিব পদে নন্দিনী চক্রবর্তী, অসন্তুষ্ট রাজ্যপাল

রাজ ভবন থেকে অব্যাহতি দেওয়ার সত্বেও নন্দিনী চক্রবর্তীকে প্রধান সচিব পদে রেখে দেওয়ায় অসন্তুষ্ট হলেন রাজ্যপাল | তবে সোমবার দিনভর রাজভবনে গিয়ে কাজ করেন রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী । মঙ্গলবার কলকাতায় ফেরার কথা রাজ্যপালের |

প্রসঙ্গত রাজ্যপাল তাকে রবিবার চিঠি দিয়ে অব্যাহতি দিয়েছেন | কিন্তু রাজ্য সরকার ওই পথ থেকে সরায নি নন্দিনী চক্রবর্তীকে | প্রসঙ্গত নন্দিনী চক্রবর্তীকে রিলিভ করা সত্ত্বেও নবান্ন থেকে আসেনি কোন অর্ডার | তাই তিনি থেকে গিয়েছেন নিজের পদে | ফলে তার বিরুদ্ধে রাজভবনের তরফে বেশ কিছু পদক্ষেপের সম্ভাবনা জোরদার হচ্ছে । পাশাপাশি অল ইন্ডিয়া সার্ভিস রুল ভাইয়োলেশানের ক্ষেত্রেও তিনি অভিযুক্ত হতে পারেন |