
রাজ ভবন থেকে অব্যাহতি দেওয়ার সত্বেও নন্দিনী চক্রবর্তীকে প্রধান সচিব পদে রেখে দেওয়ায় অসন্তুষ্ট হলেন রাজ্যপাল | তবে সোমবার দিনভর রাজভবনে গিয়ে কাজ করেন রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী । মঙ্গলবার কলকাতায় ফেরার কথা রাজ্যপালের |
প্রসঙ্গত রাজ্যপাল তাকে রবিবার চিঠি দিয়ে অব্যাহতি দিয়েছেন | কিন্তু রাজ্য সরকার ওই পথ থেকে সরায নি নন্দিনী চক্রবর্তীকে | প্রসঙ্গত নন্দিনী চক্রবর্তীকে রিলিভ করা সত্ত্বেও নবান্ন থেকে আসেনি কোন অর্ডার | তাই তিনি থেকে গিয়েছেন নিজের পদে | ফলে তার বিরুদ্ধে রাজভবনের তরফে বেশ কিছু পদক্ষেপের সম্ভাবনা জোরদার হচ্ছে । পাশাপাশি অল ইন্ডিয়া সার্ভিস রুল ভাইয়োলেশানের ক্ষেত্রেও তিনি অভিযুক্ত হতে পারেন |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়