নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- আবারও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়, অভিযোগের তির তৃণমূলের দিকে, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার প্রতাপ দিঘি এলাকায়, বিজেপি দলীয় সূত্রে জানা যায় ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জন্মদিন কে উপেক্ষা করে সেবা সপ্তাহ হিসেবে রক্তদান চলাকালীন হঠাতই তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে প্রধান মন্ত্রীর নরেন্দ্র মোদির ব্যানার ছিড়ে দেয় বলে অভিযোগ, এর পরই বিজেপি কর্মীদের নজরে আসতে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা, হাতাহাতি পর্যন্ত হয় বলে জানা যায়, ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে গেছে গোটা এলাকায়, ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পটাশপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও তদন্ত শুরু করে।