আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে বসবে জি ২০ সম্মেলন । এ বছর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে সেই সম্মেলন | আর সেই কারণেই রাজনৈতিক ইসুকে দূরে সরিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |
সোমবার দিল্লিতে জি-টুয়েন্টি সম্মেলনের প্রস্তুতি বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী | তিনি সেখানে স্পষ্ট জানিয়ে দেন, “দেশের সম্মানের প্রশ্নে কেন্দ্রীকে সব রকম সহযোগিতা করব” | পাশাপাশি জানা গিয়েছে, এই দিনের এই বৈঠকে ৫ মিনিটে বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী | তিনি জানান, “আমি সংসদ থাকাকালীন বহুবার বিদেশে গিয়েছি | প্রচুর আলোচনা চক্রে অংশ নিয়েছি | কিভাবে এ ধরনের সম্মেলন আয়োজন করতে হয় তার অভিজ্ঞতা রয়েছে | সমস্ত রকম ভাবে কেন্দ্রকে সাহায্য করবো | এটা কোন দলীয় কর্মসূচি নয় এটা দেশের ব্যাপার” |

More Stories
ভারতীয় মহিলা ক্রিকেট দলের জয় উদযাপন করলেন নীতা আম্বানি
জিও ব্যবহারকারীদের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্লান বিনামূল্যে
কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবকে ত্বরান্বিত করতে রিলায়েন্স এবং গুগলের অংশীদারিত্ব