December 24, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রথমবার মেট্রো চড়তে গিয়েই বিপত্তি

প্রথমবার মেট্রো চড়তে গিয়েই বিপত্তি। উল্টোদিকে ট্রেন ঢুকছে দেখে ঝাঁপ দিয়ে প্ল্যাটফর্ম পাল্টাতে গিয়েই ঘটে যায় বিপত্তি। পাশে দাঁড়িয়ে থাকা যাএীরা ভাবেন ওই যুবক আত্মহত্যা করতে যাচ্ছে। ফলে চিৎকার শুরু করে যাএীরা। এসব দেখে ঘাবড়ে যান ওই যুবক। এরপরই কর্তব্যরত রেলপুলিশ আটক করে তাঁকে। নিয়ে যাওয়া হয় স্টেশন মাস্টারের ঘরে। কার্তিক দাস নামে ওই যুবক দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি কোতুলপুরের বাসিন্দা। ঘটনাটি ঘটে, রবিবার সকাল ১১টা নাগাদ শহিদ ক্ষুদিরাম স্টেশনে। তবে কেন সে এই ভাবে ঝাঁপ দিল, সেই কথা শুনে হতবাক সবাই। যুবক জানান, “আমি রবিবারই প্রথম মেট্রোয় চড়লাম। টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকলেও বুঝতে পারিনি কোন দিকের ট্রেন শ্যামবাজার যায়। উলটোদিকে ট্রেন আসছে দেখে ঝাঁপ দিয়ে ওই প্ল্যাটফর্মে উঠতে যাই।”