হায়দ্রাবাদের সংস্থা স্কাইরুট এরোস্পেসের তরফে একটি রকেট বানানো হয়েছে | বিক্রম এস নামের এই রকেটটি আগামী ১২ থেকে ১৬ই নভেম্বরের মধ্যে উৎক্ষেপণ করা হবে জানা যাচ্ছে । তবে আবহাওয়ার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে |
প্রথমবার ভারতীয় বেসরকারি সংস্থার তৈরি হওয়ার রকেট পাঠানো হবে মহাকাশ | রকেট প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ‘প্রারম্ভ’ | মহাকাশ গবেষণার ইতিহাস এই রকেটে এক যুগান্তকারী অধ্যায় শুরু করবে বলে মনে করা হচ্ছে | প্রসঙ্গতা, ২০২০ সাল থেকে মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাগুলিতে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয় ।

More Stories
গ্রাহক বৃদ্ধিতে রেকর্ড গড়ল জিও
জিও ইনস্টিটিউট এবং INSMA সফল ভাবে সমাপ্ত করল ক্রীড়া ব্যবস্থাপনা সম্মেলন
ডঃ মাশেলকরের সংবর্ধনা অনুষ্ঠানে কি বললেন মুকেশ আম্বানি