প্রতিবেশীর বাড়ির গাছের আম পারাকে কেন্দ্র করে বাড়ির মালিকের হাতে পিটুনি ফলে এক বাচ্চার মৃত্যুর ঘটনার অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকজনেরা । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ১ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া তে ।
পরিবার সূত্রে জানা গিয়েছে,মৃত বাচ্চাটির নাম আসাদুর রহমান (৮),
পরিবারের লোকজনের অভিযোগ , দুপুরবেলা আসাদুর রহমান সহ তার সঙ্গী দিলশাদ হোসেন,সিদ্দিকুর রহমান তিনজন মিলে প্রতিবেশীর মুক্তারুল ইসলামের বাড়িতে আম পড়তে যায়।অভিযোগ মুক্তরুল ওই তিনজনকে আম পড়তে দেখে তাদের তাড়া করেন এবং আসাদুর রহমানকে ধরতে পেরে পিটুনি দেয় বলে অভিযোগ পরিবারের।পড়ে আসাদুরের শারীরিক অবস্থা অবনতি ঘটলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের লোকজনের অভিযোগ, মুক্তারুলের পিটুনি জন্যই এমন ঘটনা ঘটেছে ।
ঘটনার খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ গিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এমন ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী