প্রতারণার অভিযোগে অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা | জানা গিয়েছে দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সোনাক্ষী সিনহার | সেই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য 37 লক্ষ টাকা নিয়েছিলেন তিনি | কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠানে পৌঁছাতে পারেননি তিনি | এরপর সেই অনুষ্ঠানের আয়োজকরা অর্থ ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন ম্যানেজার | আর তার জেরেই তৈরি হয় যাবতীয় জটিলতা |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়