আগামীকাল ২৬ জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে শহর কলকাতাকে। কলকাতায় মোতায়েন করা হবে প্রায় ৪ হাজার পুলিশকর্মী। পাশাপাশি থাকবে ১০টি ওয়াচ টাওয়ার। রাস্তায় থাকবে ১১টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড। জানা গিয়েছে, রেড রোড সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে ১০টি বাঙ্কার। সেখানে নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে কমব্যাট ও মোর্চা ফোর্স। গঙ্গার ঘাটে ও সমস্ত মেট্রো স্টেশনে থাকবে পুলিশের বিশেষ নজরদারি। এছাড়াও শহরের একাধিক বহুতলের ছাদ থেকেও চলবে নজরদারি। রাস্তায় থাকবেন ১০ জন ডিসি পদমর্যাদার অফিসারের পাশাপাশি জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসাররাও। সূএের খবর, নিরাপত্তার জন্য শনিবার রাত ১০টা থেকে রেড রোডে যান চলাচল বন্ধ। প্রজাতন্ত্রের কুচকাওয়াজের পর খোলা হবে রেড রোড।