April 28, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

প্রজাতন্ত্র দিবসের দিন একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে উঠল অসম

প্রজাতন্ত্র দিবসের দিন দুষ্কৃতী হামলার আশঙ্কা থাকে৷ তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় দেশজুড়ে৷ তবে তার মধ্যেই বিস্ফোরণের সাক্ষী থাকল অসম৷ প্রজাতন্ত্র দিবসের দিন একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে উঠল অসম। বিস্ফোরণ হয়েছে ধুলিয়াজান, ডিব্রুগড়, সোনারী-সহ একাধিক জায়গায়। সূএের খবর, প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগেই এই বিস্ফোরণের ঘটনাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে, ৩৭ নম্বর জাতীয় সড়কের কাছে ডিব্রুগড়ের গ্রাহাম বাজারের কাছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সূএের খবর, গোটা অসম জুড়ে প্রায় ৬৪৪ জন জঙ্গি আত্মসমর্পণ করেছে গত এক সপ্তাহে। তদন্তের নির্দেশ দিয়েছে অসম প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী।