সাতসকালে এলো এলোপাথারি কোপ | প্রকাশ্য দিবালোকে খুন এক যুবক | পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ দুলাল | তিনি উত্তর কলকাতার কাশীপুরের বাসিন্দা ।
জানা যাচ্ছে, চিতপুর রোড থেকে গুরুতর জখম অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা | ঘড়িতে তখন সকাল নটা | জানা যায় ধারালো অস্ত্র দিয়ে কপালে কোপ মারা হয়েছে তাকে | এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ | পুলিশ উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায় | চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ওই যুবককে ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শেখ দুলালের সঙ্গে আরও এক যুবক ছিলেন | কোন কারনে তাদের মধ্যে বচসা শুরু হয় | তার ফলে এই ঘটনা, এমনটা অনুমান করা হচ্ছে |

                                        
                                        
                                        
                                        
More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী