অবশেষে প্রকাশ্যে এলো বাঘাযতীন ছবিতে দেবের নতুন নায়িকা সৃজা দত্ত | বাঘাযতীন ছবির জন্য নতুন অভিনেত্রী খুঁজছেন তা আগেই জানিয়েছিলেন তিনি | তবে সম্প্রতি বাঘাযতীন ছবির জন্য লুক টেস্টে অংশ নিলেন দেব ও সৃজা |
কলেজে গিয়ে খোঁজ পড়েছিল দেবের নতুন নায়িকার । প্রসঙ্গত জানা গিয়েছে এক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নতুন অভিনেত্রী খোঁজ পেয়েছেন দেব | তবে এর আগে বিনোদন জগতের সঙ্গে কোন কাজ করেননি সৃজা |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী