
অবশেষে প্রকাশ্যে এলো বাঘাযতীন ছবিতে দেবের নতুন নায়িকা সৃজা দত্ত | বাঘাযতীন ছবির জন্য নতুন অভিনেত্রী খুঁজছেন তা আগেই জানিয়েছিলেন তিনি | তবে সম্প্রতি বাঘাযতীন ছবির জন্য লুক টেস্টে অংশ নিলেন দেব ও সৃজা |
কলেজে গিয়ে খোঁজ পড়েছিল দেবের নতুন নায়িকার । প্রসঙ্গত জানা গিয়েছে এক ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে নতুন অভিনেত্রী খোঁজ পেয়েছেন দেব | তবে এর আগে বিনোদন জগতের সঙ্গে কোন কাজ করেননি সৃজা |
More Stories
এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে যশ নুসরাতের
নেটিজেনদের সুখবর দিলেন যিশু সেনগুপ্ত
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’