July 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

প্রকাশ্যে আসছে জিৎ অভিনীত ‘রাবণ’ ছবির ট্রেলার

কলিযুগে দুষ্টের দমন করার জন্য রামের নয় রাবণের প্রয়োজন, এই বার্তা নিয়ে প্রকাশ্যে এল জিৎ অভিনীত নয়া ছবির ট্রেলার | বক্স অফিসে যুদ্ধে নামার আভাস দিলেন টলিউড তারকা | আগামী 29 শে এপ্রিল মুক্তি পেতে চলেছে অ্যাকশনে ভরপুর সিনেমা ‘রাবন’ |এই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নবাগত লহমা ভট্টাচার্যকে | এছাড়া পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী |

ছবিতে দেখা যাবে কলেজের অধ্যাপক রাম | তিনি ছাত্র-ছাত্রীদের সাংবাদিকতার পাঠ পড়ান | এরই মধ্যে তিনি তিনি আবার ছাত্রী রাই এর প্রেমে পড়েন | সেখান থেকেই শুরু হয় একটা মিষ্টি প্রেমের কাহিনী | তারপর আবার পাল্টে যায় কাহিনী |