বলিউডের ‘খিলাড়ি’র এমন অবস্থা যে টাকা হাতে আসলেই দেনা মেটাতে হয়। এমন পরিস্থিতিতেও মাত্র এক টাকায় ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তিনি। শুধু নিজের নয়, গরীব-মধ্যবিত্ত মানুষেরও। যাঁদের বলা হয় ‘আম জনতা’। এই সবই হচ্ছে পরিচালক সুধা কোঙ্গারার জন্য। তাঁর পরিচালনাতেই ‘সরফিরা’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয়।
মঙ্গলবারই ‘সরফিরা’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। ছবির অন্যতম প্রযোজক দক্ষিণী তারকা সূরিয়া ও জ্যোতিকা। আসলে অক্ষয়ের এই ছবি সূরিয়ার তামিল ব্লকবাস্টার ‘সুরারাই পাতরু’র রিমেক। ছবির কাহিনি অনুযায়ী প্রাক্তন এয়ার ফোর্স ক্যাপ্টেন অক্ষয়ের চরিত্র বীর মাতরে। ট্রেলারের শুরুতে অক্ষয়কে খানিক ‘সরফিরা’ অর্থাৎ খ্যাপাটে মেজাজেই দেখা যাচ্ছে। ‘দেনায় ডুবে আমি’, এমন সংলাপ বলছেন তারকা। কিন্তু এই পরিস্থিতিতেও বীরের চোখে স্বপ্ন আম জনতার জন্য সস্তার প্লেনযাত্রার ব্যবস্থা করা।
More Stories
এবার বুক ফুলিয়ে জাপানে ‘জওয়ান’ ঝড়ের নমুনা দেখালেন শাহরুখ খান
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউত
ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’