খুনির সন্ধানে এবার গোয়েন্দা সেজে মাঠে নেমে পড়েছেন অঙ্কুশ হাজরা । কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি | প্রকাশ্যে এসেছে নতুন এই ওয়েব সিরিজের ট্রেলার | ছবিতে অঙ্কুশ হাজরার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে সন্দীপ্তা সেন, দেবাশীষ মন্ডলকে |
ছবিতে দেখা যাচ্ছে সবুজ ঘেরা পাহাড় | কমলা সূর্যের নিচে রয়েছে শিকারপুর | আর সেখানেই একেবারে খুন হচ্ছে । আর এই খুনির সন্ধানে নেমেছেন অঙ্কুশ হাজরা । অঙ্কুশের এই চরিত্রের নাম ‘কেষ্ট’ | গোয়েন্দা হিসেবে এই ছবিতে পরিচয় তার | কেষ্ট প্রেমিকা চুমকির ভূমিকায় অভিনয় করছেন সন্দীপ্তা সেন |
অঙ্কুশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি দেখেই জানা গিয়েছে, শিকারপুরের কথা | মঙ্গলবার প্রকাশ্যে আসে ট্রেলার | ট্রেলারে অঙ্কুশের চরিত্র শিকারপুর এর কাহিনী আবাস দিয়েছেন |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী