সামনে এল যীশু সেনগুপ্তর নতুন ছবির ট্রেইলার | সুভাষ মুখোপাধ্যায় প্রযোজিত ছবি বাবা বেবিও | এই ছবিতে যীশু সেনগুপ্ত সিঙ্গেল ফাদার এর চরিত্রে অভিনয় করেছেন | একজন সন্তানের বাবা হওয়ার নেপথ্যে একজন বাবার যে কতটা অবদান রয়েছে সেটাই এই ছবিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক | 40 বছর বয়সে সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হয় মেঘ | সন্তানদের সামলানো মোটেও সহজ কাজ ছিল না | তবে পরিবার, বন্ধুদের সঙ্গে মিলে তা দিব্যি সহজ হয়ে গিয়েছিল | এমন সময় মেঘের জীবনে আসে বৃষ্টি | তবে তার বাচ্চা একেবারেই ভাল লাগেনা | এই ভাবেই শুরু হয় গল্পের কাহিনী | এমন একটি সুন্দর কাহিনী নিয়ে তৈরি এই ছবিতে যিশু সেনগুপ্তের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সোলাঙ্কি রায়কে |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়