
প্যাচপ্যাচে গরমের মাঝে এক পশলা বৃষ্টিতে ভিজল কলকাতার একাধিক এলাকা। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে দুই জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা বেশি থাকবে না। আগামী পাঁচ দিনের তাপমাত্রায় কোথাও কোন পরিবর্তন নেই । কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ, মাঝেমধ্যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হাওড়া ও হুগলির একাধিক জায়গাতেও। এই মুহূর্তে পূর্ব ভারতের উপর দুটো সিস্টেম রয়েছে। একটি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন যার অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলে। আগামী ৪৮ ঘণ্টায় এই সার্কুলেশনটা নিম্নচাপে পরিণত হবে। আরেকটি মৌসুমী অক্ষরেখা পশ্চিম বঙ্গোসাগরে চাঁদবালি এবং আম্বিকাপুরের উপর রয়েছে। এই দুটো সিস্টেমই ওড়িশা উপকূল লাগোয়া রয়েছে। এর ফলে সবচেয়ে বেশি বৃষ্টি হবে ওড়িশা, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায়।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27.2 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রী সেলসিয়াস |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়