একটি রাষ্ট্রায়াত্ত তেল সংস্থার পাম্প থেকে বিক্রিত পেট্রোলে জল থাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছরালো উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দুইনাম্বার ধনকোল গ্রাম পঞ্চায়েতের ডালিমগাঁ এলাকায়। এই ঘটনা মঙ্গলবার সকালের। কালিয়াগঞ্জের রাধিকাপুর রাজ্য সড়কে ডালিমগাঁ অবস্হিত রাষ্ট্রায়াত্ত সংস্থার এই পেট্রোল পাম্প। এলাকার বাসিন্দাদের অভিযোগ, মোটরসাইকেল এই পাম্প থেকে পেট্রোল কিনেছিল। তাদের বাইকে সমস্যা দেখা দিলে পেট্রোলে জল মিশে থাকার ঘটনা সামনে আসে। স্হানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। তেলে জল মিশে থাকার অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেট্রোল বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাম্প কর্তৃপক্ষ। পাশাপাশি এদিন সকল, গ্রাহক পেট্রোল কিনেছিল, তাদের সকলকে তেলের দাম ফেরত দিয়ে বাইকে কোন সমস্যা হলে মেরামতের দায় বহন করার আশ্বাস দেয় এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ|
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী