
ময়নাগুড়ি রাজারহাট মোড় এলালায় পেট্রোল পাম্পের টালা ছিনতাই এর ঘটনার তদন্তে নেমে সাফল্য পেলো পুলিশ। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হলো ১ দুস্কৃতিকে। ধৃতের নাম জফিদুল ইসলাম। তার বাড়ি পশ্চিম হারমতি এলাকায়। ধৃতকে এদিন আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনায় বাকি জরিতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোমবার ময়নাগুড়ি রাজারহাট মোড় এলাকায় একটি পেট্রোল পাম্পের টাকা নিয়ে ২ জন কর্মী ব্যাঙ্কে যাচ্ছিলেন৷ সেসময় রাস্তায় একটি গাড়িতে ৫ জন দুস্কৃতি এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রোল পাম্প কর্মীদের থেকে নগদ ৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়৷ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়িতে। পুজোর আগে এই ছিনতাইয়ের ঘটনায় প্রশ্নের মুখে পরতে হয় পুলিশকেও। এরপর ঘটনার তদন্তে নেমে পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে৷ বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
More Stories
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী
নিম্নচাপের জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা