পেট্রোল ডিজেলের পাশাপাশি এবার দাম বাড়ছে কেরোসিনের | কেরোসিনের দাম বাড়ায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের | গত সাত মাস ধরে মোট ৫৩ টাকা বাড়লো কেরোসিনের দাম |
সমাজের একটা বড় অংশের মানুষের প্রধান জ্বালানি হল কেরোসিন | রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে অনেকেই বিকল্প হিসাবে ব্যবহার করেন কেরোসিন তেল | কিন্তু এবার কেরোসিন তেলের দাম আকাশ ছোঁয়া হওয়ায় মাথায় বাজ পড়লো আপামর সাধারণ মানুষের |
২০২০ সালে কেরোসিন থেকে কেন্দ্রীয় ভর্তুকি উঠে যাওয়ার পর নীলাভ তরলের দাম কখনো চরেছে কখনো পড়েছে | তবে ২০২২ এর জানুয়ারি থেকে কেরোসিনের দামের গ্রাফ শুধুই উঠেছে | চলতি বছরের জানুয়ারি মাসে লিটার প্রতি কেরোসিনের দাম ছিল 48 টাকা 55 পয়সা | সেই দাম বেড়ে জুলাই মাসে দাঁড়ালো 101 টাকা 58 পয়সা |

More Stories
দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ডের জের গড়াল আদালতের দোরগোড়ায়
দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার দুই জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী