January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পেটের টানে ফের ভিন রাজ্যে পাড়ি দিল পরিযায়ী শ্রমিকের দল

বালুরঘাট; মুখ্যমন্ত্রী উত্তরবংগ সফরের আগের দিন জেলায় কাজ না পেয়ে নিজের ও পরিবার পেটের খাবার যোগাতে ফের ভিন রাজ্যে পাড়ি জমাল জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকের দল।

আজ দুপুরে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার বাউল এলাকার ১৪ মাইল থেকে এক বাস ভর্তি পরিযায়ী যুবক শ্রমিকের দলটি বম্বের উদ্দেশ্যে রওনা হলো।

যদিও এই শ্রমিকের দল তাদের ফিরে যাওয়া নিয়ে কিছুতেই ক্যামেরার সাননে মুখ খুলতে নারাজ।

তবে এলাকা সুত্রে জানা গেছে মার্চ মাসে দেশ জুড়ে লকডাউন শুরুর সময় কাজ হারিয়ে জেলার এই সব ভিন রাজ্যে শ্রমিকের দল জেলায় ফিরে এসেছিল। কিন্তু জেলায় ফিরে দীর্ঘ ছয় মাস নিজেদের কোন কর্মসংস্থানের ব্যবস্থ্যা না করতে পেরে তারা আর্থিক দিক থেকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল। কেননা লকডাউন শুরুর মুখে তড়ি ঘড়ি বাড়ি ফিরে আসার জন্য তাদের হাতে সে সময় যতটুকু সঞ্চয়ের সম্বল ছিল তা দিয়েই কোনরকমে হেটে, ট্রেনে বাসে করে বাড়ি ফিরে এসেছিল। কিন্তু বাড়ি ফিরে কোন কাজ না থাকায় ও সরকারি কোন সুবিধে না পাওয়ায় তারা ফের পেটের তাগিদে ভিন রাজ্যে পাড়ি জমাতে বাধ্য হলো বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ।

আজ দুপুরে বাউলের চোদ্দ মাইল এলাকায় গিয়ে দেখা গেল কাজ হারিয়ে ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকের দল বম্বেতে ফিরে যাওয়ার জন্য ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে জড় হয়েছে।ট্রেন বন্ধ যাও বা গুটি কয়েক ট্রেন চলছে তার টিকিট পাওয়া দুষ্কর। এমতাবস্থায় সেখানে বম্বে ফিরে যাওয়ার জন্য তারা ভিন রাজ্য থেকে একটি লাক্সারি বাস রিজার্ভ করে নিয়ে এসেছে। তারা তাদের বাক্স প্যাটরা নিয়ে সেই বাসে উঠতেই তারা ব্যাস্ত। ওই সব ফিরে যাওয়া শ্রমিকদের বাসে উঠিয়ে দিতে তাদের পরিবারের লোকজন হাজির।

এদিকে গত সপ্তাহের সংসদে কেন্দ্র জানিয়েছিল কতজন পরিযায়ী শ্রমিক নিজ নিজ রাজ্যে ফিরে এসেছে। তার কোন তথ্য কেন্দ্রের কাছে নেই। এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের মধ্যে এই রাজ্যের তৃনমুল সাংসদরাও ছিলেন।

কিন্তু দক্ষিন দিনাজপুর জেলার ফিরে আসা শ্রমিকদের একাংশের অভিযোগ কেন্দ্রের ঘাড়ে পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্যের শাসক দল দোষ চাপালেও নিজ রাজ্যে তারা ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য কিছুই করেনি। তাই বাধ্য হয়ে তাদের পেটের টানে ভিন রাজ্যে ফের পাড়ি জমাতে হচ্ছে বলে তাদের অভিযোগ।