kyc-র ভুয়ো মেসেজ পাঠিয়েই পেটিএম প্রতারণা। গ্রেফতার জামতারা গ্যাংয়ের পাঁচ সদস্য। সূত্রের খবর, দুষ্কৃতীরা জাল প্যান কার্ড দিয়ে সিম কার্ড কিনে জালিয়াতি চালাত। পেটিএম অ্যাকাউন্ট তৈরি করে তারা ‘PAY’সেকশনে ঢুকত। সেখানে ফোন নম্বর দেখে KYC-র ভুয়ো মেসেজ পাঠাতো। সেই ফাঁদে গ্রাহকরা পা দিলেই তাদের ফোনে পৌছে যেত লিঙ্ক। রিমোট অ্যাকসেসের মাধ্যমে গ্রাহকের সব তথ্য চলে আসত এই দুষ্কৃতীদের হাতে। মূলত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করানো নিয়ে সুপ্রিম কোর্টের রায় বেরোতেই জালিয়াতি শুরু করে দুষ্কৃতীরা। এই গ্যাংদের জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।