
পূর্বাভাস সত্যি করে ফাল্গুনে বৃষ্টি। ভিজল পশ্চিমের জেলা থেকে খাস কলকাতাও। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা বাড়তেই মেঘে ছেয়ে যায়। বেলা সোয়া ১১টা থেকে আকাশ কালো করে কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর ঝলকানি।
মাঘের শেষ থেকেই বাঙালির সাধের শীত চুরি গেছিল। গরমের আমেজ ছিল শহর কলকাতায়। দিনের বেলায় রীতিমতো ঘাম হচ্ছিল। কিন্তু জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় অক্ষরেখার প্রভাবে আচমকাই হাওয়া বদল। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে ঝেঁপে বৃষ্টি হবে কলকাতা-সহ পশ্চিমের কিছু জেলায়। বাদ পড়বে না নদিয়া, হাওড়া, উত্তর ২৪ পরগনাও। এদিন সকাল থেকেই সেই পূর্বাভাস সত্যি করে বৃষ্টি নামে রাজ্যজুড়ে।
More Stories
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নবান্ন অভিযানে শামিল করতে চান চাকরিহারারা