ফের পুলিশি হেপাজতে মৃত্যুর অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায়। সূত্রের খবর, মৃতের নাম মাটিগাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠক্করের বাসিন্দা বেচন রায়। ওই এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাঁকে থানায় জেরা করা হলে এদিন বিকেল নাগাদ অভিযুক্ত অসুস্থ হয়ে পড়ে। তাঁকে মাটিগাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের সেই খবর দেওয়া হলে পরিবারের সদস্য এবং শতাধিক প্রতিবেশী মিলে মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার পরিপেক্ষিতে পুলিশের দাবি, মদ্যপ অবস্থায় থাকার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই অভিযুক্তের মৃত্যু হয়েছে। পাল্টা পরিবারের দাবি, ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসার পর তার কাছে ২০ হাজার টাকা ঘুষের দাবি করেছিল। তা দিতে না পারার ফলেই বেচন রায়কে পুলিশের হেফাজতে বেধড়ক মারধর করেন পুলিশ কর্মীরা। আর সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।