February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালো লড়ি চালকেরা

পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালো লড়ি চালকেরা। পথ অবরোধকে ঘিরে তুমুল উত্তেজনা জলপাইগুড়িতে।

পুলিশি হয়রানির অভিযোগ তুলে ৩১ নং জাতীয় সড়কের গোশালা মোড় সংলগ্ন এলাকায় পথ অবরোধ করলো কতিপয় লড়ি চালক।

তাদের অভিযোগ গতকাল রাতে শিলিগুড়ি থেকে আম বোঝাই লড়ি নিয়ে বারোভিসা যাচ্ছিলো। পথে গোশালা মোড়ে তাদের গাড়ি আটকায় পুলিশ। তারা বৈধ কাগজ দেখালেও তাদের গাড়ি আটকে রেখে দেয়।

রাতভর অপেক্ষা ও বৃষ্টিতে ভিজে তাদের কয়েকলক্ষ টাকার আম নষ্ট হয়েছে। এরপর প্রতিবাদে তারা সকাল ৯ টা নাগাদ পথ অবরোধ শুরু করেছে। ঘটনায় জাতীয় সড়কে জ্যাম হতে শুরু হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌছেছেন ও সি ট্রাফিক। তাকে ঘিড়েও বিক্ষোভ দেখাচ্ছে লড়ি চালকেরা।

তাদের দাবী উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে আসতে হবে। তাদের আম কিনে নিতে হবে। পাশাপাশি তাদের কথা শুনতে হবে। নইলে রাস্তা অবরোধ করে রাখা হবে।

অভিযুক্ত পুলিশ কর্মীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে আই সি এসে এমন আশ্বাস দিলে অবরোধ উঠে যায়