সাধারণতন্ত্র দিবসে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। পুলওয়ামা বিস্ফোরণের সঙ্গে জড়িত তিন জইশ জঙ্গি খতম
করল ভারতীয় সেনা। সূত্রের খবর, ২৬ জানুয়ারি দেশে বড়সড় নাশকতার ছক কষেছিল ওই জঙ্গিরা। যা গোপন সূত্রে
খবর পেয়ে তল্লাশি শুরু করে। এরপর ঘিরে ফেলা হয় সেই জায়গাটি যেখানে বেশ কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়েছিল।
এরপরই শুরু হয় গুলির লড়াই। তাতেই একে একে তিনজন জঙ্গি খতম করা হয়। তিনজন সেনাও অল্পবিস্তর জখম
হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। খতম হওয়া জঙ্গিদের তালিকায় থাকা কারি ইয়াসির কাশ্মীরে
জইশ-ই-মহম্মদের প্রধান ছিল। তবে খতম হওয়া আরেক জঙ্গিও জইশ গোষ্ঠীর বলেই দাবি আধিকারিকদের। তবে তারা
জঙ্গি সংগঠনে কী কাজ করত, তা এখনও জানা যায়নি। নিহতদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র
বাজেয়াপ্ত করা হয়েছে। ওই তিন জইশ জঙ্গি সাধারণতন্ত্র দিবসে দেশে বড়সড় নাশকতার ছক কষেছিল। যা বানচাল
হওয়ায় কিছুটা স্বস্তিতে আধিকারিকরা।