১৪ ফেব্রুয়ারী ২০১৯, ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে কালো দিন। কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের আত্মঘাতী হামলায় সিআরপিএফের ৪০ জওয়ান শহিদ হন। এই ভয়াবহ ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএ কে। আর এবার তদন্তে বড় সাফল্য পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। হামলায় জড়িত শীর্ষ জইশ গুপ্তচর শাকির বাশির মাগরেকে গ্রেফতার করল এনআইএ।
সেনা কনভয়ে হামলাকারী জঙ্গি আদিল আহমেদ দারকে আশ্রয় এবং হামলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যোগান দিয়েছিল সে। এমনকি হামলার জন্য আদিলকে সে গাড়িও যোগার করে দিয়েছিল, এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
ধৃত শাকিরের পুরো নাম শাকির বাশির মাগরে, সে পুলওয়ামার কাকাপোরা এলাকার বাসিন্দা। সেখানে তার একটি আসবাপপত্রের দোকান আছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০১৮ সালে মহম্মদ উমর ফারুক নামে এক পাক জঙ্গির সঙ্গে তার আলাপ হয়েছিল। ওই জঙ্গির সংস্পর্শে এসেই জইশে নাম লেখায় শাকির। তারপরই উপত্যকায় গোপনে জঙ্গিদের সর্বক্ষণের এজেন্ট হয়ে ওঠে। পুলওয়ামা ছাড়াও একাধিক জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে শাকিরের বিরুদ্ধে। একাধিক জঙ্গি হামলার জন্য জঙ্গিদের অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে সে, জিজ্ঞাসাবাদে শাকির স্বীকার করেছে এই কথা।