রাজভবনে রাজ্যপাল ও রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠক।
পুরভোটের আগেই রাজ্যপাল তাঁকে ডেকে পাঠায়। পুরভোট প্রস্তুতি নিয়ে দুপক্ষের মধ্যে এই বৈঠক বলে জানা গিয়েছে। রাজ্যপাল জানান, সাংবিধানিক প্রধান হিসাবে আইন মেনেই তিনি ডেকেছেন। রাজ্যপালের তলবেই রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তাঁর সঙ্গে ছিলেন কমিশন সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য। সূত্রের খবর, বৈঠকে সৌরভ দাসকে পুরভোট নিয়ে ৫ দফা নির্দেশ দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই নির্দেশগুলি হল, ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন, পঞ্চায়েতের পুনরাবৃত্তি যেন না হয়, কোনও হিংসা বরদাস্ত নয়, ভোটের দিন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে স্থির করুন, অসুবিধে নেই। তবে তার আগে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে হবে। এবং সংবিধানের আইন অমান্য যেন না করা হয়।