
গঙ্গারামপুর:পুনর্ভবা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের কাটাবাড়ী সীমান্তবর্তী এলাকায়।ঘটনার পর ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দিল গাংনিয়ন বিওপির বিএসএফ।ঘটনার পর ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে ব্যক্তির নাম পরিচয় উদ্ধারের চেষ্টা শুরু করেছে পুলিশ।পুলিশ ও বিএসএফ-এর প্রাথমিক অনুমান বাংলাদেশ থেকেই ভেসে এসেছে ওই ব্যক্তির মৃতদেহ।জানা যায় রবিবার সকালে কাটাবাড়ি এলাকার সীমান্তবর্তী এলাকায় পুনর্ভবা নদীর সেতুর নিচে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায় BSF।এরপরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে বাংলাদেশ জওয়ানদের সাথে ফ্ল্যাগ বৈঠক ব্যক্তির নাম পরিচয় উদ্ধারের চেষ্টা করে বিএসএফ।সেখানে ব্যক্তির নাম পরিচয় উদ্ধার করতে না পেরে ব্যক্তির দেহ গঙ্গারামপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে ব্যক্তির নাম পরিচয় উদ্ধারের চেষ্টা শুরু করেছে।
More Stories
দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা
বিপর্যয় কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় উত্তরবঙ্গের জেলাগুলি
শনিবার রাতে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি