April 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই।

Cloudy sky and sun

পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর মধ্যে স্থানীয় ভাবে দু-এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্ত ভাবেই দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই একনাগারে বা একটানা বৃষ্টির। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর মধ্যে বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকালের দিকে মূলত পরিষ্কার আকাশ। কখনও মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধের দিকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। যদিও এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না।

ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে আরব সাগরে। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ। যদিও এর প্রভাব পড়বে না বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মূলত পরিষ্কার আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবে। বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কোনও কোনও জেলার দুয়েক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া।