September 16, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পুজোতে আসছে মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান ও কবিতা বেশ জনপ্রিয় | রাজ্যের দায়িত্ব সামলাতে সামলাতে সাহিত্য সংগীত শিল্পে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সাম্প্রতিক তার ধারাবাহিকের গান লেখা ও সুর দেওয়ার বেশ জনপ্রিয় | পাশাপাশি টেলি একাডেমী অ্যাওয়ার্ডে বিশেষ সম্মানও দেওয়া হয় | যদিও সে পুরস্কার গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী।

আর মাত্র কয়েকদিন পর পুজো | তার আগে তবে রিলিজ হচ্ছে তার গানের অ্যালবাম | তবে এসময় পূজোয় মুক্তি পেত জনপ্রিয় শিল্পীদের অ্যালবাম | এবার সেই রকমই পুজোর অ্যালবাম নিয়ে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | জানা গিয়েছে, এই বছরের অ্যালবামে থাকছে ৮ টি গান |