June 30, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পুকুরিয়া থানার পিরগাঁই বাস স্ট্যান্ডের কাছে বাইকের ধাক্কায় জখম হলেন এক মহিলা

মালদাঃ-রবিবার সকালে পুকুরিয়া থানার পিরগাঁই বাস স্ট্যান্ডের কাছে বাইকের ধাক্কায় জখম হলেন এক মহিলা।জানা গিয়েছে ওই মহিলার বয়স আনুমানিক ৫৫ বছর। দুর্ঘটনার পর ওই মহিলা প্রায় একঘন্টা বাসস্ট্যান্ডের কাছেই পড়েছিলেন। আহোত অবস্থায় পরে থাকলেও কেউ ওই মহিলাকে উদ্ধার করেনি বলে অভিযোগ। পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মহিলাকে পড়ে থাকতে দেখে সাহায্যে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা মহম্মদ বদরুদ্দোজা। তিনি ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে আড়াইডাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।