10 তারিখের বদলে আগামী ২৪ শে ডিসেম্বর টেট পরীক্ষ হবে বলে ঘোষণা করল প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদ | পরীক্ষার শুরু হবে দুপুর দুটোয় | গাইড লাইন অনুসারে প্রত্যেক বছর একবার করে প্রাথমিক টেটের পরীক্ষা হয় | শেষবার ২০২২ সালে ডিসেম্বর মাসে টেট হয়েছিল | তবে টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও হয়নি । আর এর মাঝে চলতি বছরে টেটের দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ |
কিন্তু এবার বদলালো পরীক্ষার নিয়ম | প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ২৪শে ডিসেম্বর দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হবে | পরীক্ষা শেষ হবে আড়াইটে | প্রসঙ্গত শেষবার যখন টেট পরীক্ষা হয় তখন পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল বিএড পাসরাও | কিন্তু এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিএড পাশরা আর টেট পরীক্ষা দিতে পারবেন না | শুধুমাত্র ডিএলএড সহ-প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণপ্রাপ্তরাই এই পরীক্ষা দিতে পারবে |
More Stories
আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ