September 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

পিছিয়ে গেল প্রাথমিক টেট পরীক্ষা

10 তারিখের বদলে আগামী ২৪ শে ডিসেম্বর টেট পরীক্ষ হবে বলে ঘোষণা করল প্রাথমিক মধ্যশিক্ষা পর্ষদ | পরীক্ষার শুরু হবে দুপুর দুটোয় | গাইড লাইন অনুসারে প্রত্যেক বছর একবার করে প্রাথমিক টেটের পরীক্ষা হয় | শেষবার ২০২২ সালে ডিসেম্বর মাসে টেট হয়েছিল | তবে টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও হয়নি । আর এর মাঝে চলতি বছরে টেটের দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ |

কিন্তু এবার বদলালো পরীক্ষার নিয়ম | প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ২৪শে ডিসেম্বর দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হবে | পরীক্ষা শেষ হবে আড়াইটে | প্রসঙ্গত শেষবার যখন টেট পরীক্ষা হয় তখন পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল বিএড পাসরাও | কিন্তু এরপর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিএড পাশরা আর টেট পরীক্ষা দিতে পারবেন না | শুধুমাত্র ডিএলএড সহ-প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণপ্রাপ্তরাই এই পরীক্ষা দিতে পারবে |