পিছিয়ে গেল জিতু কমলের আগামী ছবি ‘তিতুমীর’ শুটিং | ‘তিতুমীর’ সিনেমার চরিত্রের জন্য ইতিমধ্যেই দাড়ি বাড়িয়েছিলেন অভিনেতা | তবে এবার সেই দাড়ি কেটে নিজের লুকে ফিরে এলেন জিতু | তা থেকে শুটিং পিছিয়ে যাওয়ার সম্ভাবনার কথা উঠে আসছে ।
তবে শুটিং বিছিয়ে যাওয়ার কারণ হিসেবে জানা গিয়েছে, ছবির লোকেশন এখনো ঠিক হয়নি । আর্ট রিকুইজিশন দেয়নি । এছাড়া স্ক্রিপ্টের কিছু পরিবর্তনের কারণে কিছুটা সময় পিছিয়ে গিয়েছে |

More Stories
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
ঘনিষ্ঠবৃত্তের উপস্থিতিতে সাধ খাবেন কৌশলদের ‘লক্ষ্মীমন্ত বউমা’ ক্যাটরিনা
প্রসেনজিৎ পুত্র, তৃষাণজিৎ ওরফে মিশুক পা রাখতে চলেছেন বড় পর্দায়