
আচমকা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছালো এনফোর্সমেন্ট ডিরেক্টরের | এসএসসি দুর্নীতি মামলায় পার্থর বাড়িতে অভিযান বলে অনুমান |
এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছায় ইডি কর্তারা | এর আগেও এসএসসি দুর্নীতি মামলাতে তৃণমূল নেতাকে তলব করা হয় | তবে এদিন ইডি তরফ থেকে এই তল্লাশি অভিযান নিয়ে গোপন রাখা হয়েছে |
এমনকি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও গেলেন তদন্তকারীরা | সেই সময় কলকাতার পুলিশের দল বাইরে দাঁড়িয়ে থাকে | এবং বাড়ির সামনে ব্যারিকেট করে দেওয়া হয় ।
প্রসঙ্গত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছে ইডি | এসএসসি অ্যাডভাইজারি কমিটির একাধিক সদস্যের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়